রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা লিলি বেগম বুধবার দুপুরে পুরাতন ডাক বাংলার সম্মুখে ছিনতাইয়ের স্বীকার হন। এসময় ছিনতাইকারীরা শিক্ষিকার কাছ থেকে ১ ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকা নিয়ে যায়।
স্থানীয়রা জানান, টিফিন টাইমে শিক্ষিকা বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ৩ জন ছিনতাইকারী লিলি বেগমের গতিরোধ করে মাঝারের নামে চাঁদা চায়। তখন তিনি ভয়ে ১’শত টাকা বাহির করলে ছিনতাইকারীরা সাদা কাগজে ওই টাকা দেয়ার কথা বলে। শিক্ষক সরল মনে সাদা কাগজে টাকা দেয়া মাত্রই জ্ঞানহীন হয়ে পড়েন এবং ছিনতাইকারীরা সাথে থাকা ১ ভরি স্বর্ণ ও নগদ ৭ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে বিদ্যালয়ে এক ছাত্রী লিলি বেগমকে বাড়িতে পৌঁছিয়ে দেয়।
রাজনগরে শিক্ষিকা ছিনতাইয়ের স্বীকার





















