ষ্টাফ রিপোর্টার:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে মৌলভীবাজারে জেলা পর্যায়ে আন্ত:স্কুল ও আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতা বৃহস্পতিবার দিনব্যাপি মৌলভীবাজার সাইফুর রহমান অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ প্রতিযোগীতার আয়োজন করে।
মৌলভীবাজার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো: খালেদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মো: ইসরাইল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান, জসিম উদ্দিন মাসুদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মকর্তাসহ উপজেলা কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অন্যান্য দপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ বিভিন্ন বিদ্যালয় হতে আগত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, ছাত্র প্রতিনিধি ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আন্ত:স্কুল বিতর্ক প্রতিযোগিতায় বড়লেখা উপজেলার “রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুল এবং আন্ত:কলেজ বিতর্ক প্রতিযোগিতায় কমলগঞ্জ উপজেলার “বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ” চ্যাম্পিয়ন হয়।
মৌলভীবাজারে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা
