স্টাফ রিপোর্টার:
প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার প্রস্তুতির সময় মৌলভীবাজার শহরের চৌমুহনায় প্রতিমাবাহী ২টি গাড়িতে হামলার ঘটনায় আদালত মোঃ সাইদুল ইসলাম নামের এক যুবককে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্ধদন্ড দিয়েছে।
রবিবার মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজেষ্ট্রেট আদালতের বিচারক শান্তি চন্দ্র দেবনাথ দ্রুত বিচার আইন ২০০২ (সংশোধনী-২০০৯) এর ৪ ধারা অনুয়ায়ী এ রায় দেন। রায়ে শহরতলীর উত্তর জগন্নাথপুর এলাকার মৃত নুরুল ইসলাম ছেলে মোঃ সাইদুল ইসলামকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্ধদন্ড ও অনাদায়ে তাকে আরো ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছেন জেলা জজ আদালতের পি.পি এস এম আজাদুর রহমান।
প্রতিমা বিসর্জনের গাড়িতে হামলা মৌলভীবাজারে যুবকের ৫ বছরের সশ্রম কারাদন্ড
