স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজার সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউনিয়নের পশ্চিম মোস্তফাপুর গ্রাম এলাকা থেকে কুলসুম বেগম (১২) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে লাশটি উদ্ধার করা হয়। কুলসুম বেগম পশ্চিম মোস্তফাপুর গ্রামের আব্দুল হক এর মেয়ে । সে জেবুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় কুলসুমের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সোহেল আহাম্মদ জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে।
মৌলভীবাজারে ঝুলন্ত লাশ উদ্ধার
