স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শীর্ষ মাদক ব্যবসায়ী ছাত্রলীগ নেতা পরিচয়ধারী জিতু এবার পুলিশের খাঁচায়। তার বিরুদ্ধে রয়েছে একাধিক মাদক মামলা। দীর্ঘদিন সে বড় ইয়াবা সি-িকেট গড়ে তুলেছে। প্রভাবশালী হওয়ায় প্রকাশ্যই চলাফেরা করত।
বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের বেরিরচর এলাকায় অভিযান চালিয়ে ইয়বা স¤্রাট খ্যাত মুজিবুর রহমান জিতু (২৮) কে আটক করে মডেল থানার এসআই সাব্বির আহসান ও এএসআই বায়েজিদ এর নেতৃত্বে ফোর্স। এসময় ১০০পিছ ইয়াবাসহ তার সহযোগী সবুজ মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
আটককৃত মুজিবুর রহমান জিতু শহরের বেরিরচর এলাকার ফরকিছ মিয়ার ছেলে এবং সবুজ মিয়া শহরের গোবিন্দশ্রী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সুহেল আহাম্মদ জানান, জিতুর বিরুদ্ধে থানায় ১৩টি মাদক আইনে মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।
Post Views:
0