ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে হিজরা অঞ্জনা হত্যা মামলার আসামী মোঃ মাসুক মিয়াকে মাছ ব্যবসায়ীর ছদ্মবেশে গ্রেফতার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। ব্রাহ্মনবাড়িয়ার বিজয়নগর ও সড়াইল উপজেলায় দীর্ঘ ২৯ ঘন্টা অভিযান পরিচালনা করে হাওড় বেষ্টিত সাজদাপুর এলাকা থেকে রোববার রাতে তাকে আটক করে পুলিশ।
আটককৃত মাসুক মিয়া মৌলভীাবজার সদর উপজেলার মাতাবপুর গ্রামের রব্বান মিয়া’র ছেলে। পুলিশ জানায়, ঘটনার পর থেকে সে পলাতক ছিল। মাসুককে গ্রেফতারের জন্য পুলিশের দুটি চৌকস টিম গঠন করা হয়। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ তাকে গ্রেফতার করে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক বলেন, চাঞ্চল্যকর তৃতীয় লিঙ্গের আলোচিত হত্যা মামলার আসামীদের কখনো ছাড় দেয়া হবে না। আসামীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে।
Post Views:
0