কমলগঞ্জ প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ ফুটবল রেফারী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি আব্দুল মান্নান খান, সাধারণ সম্পাদক মোঃ মুজিবুর রহমান ও কোষাধ্যক্ষ বাবু উত্তম দেবকে নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
১৩ আগষ্ট (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯ ঘটিকায় সময় আদমপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির অফিস কক্ষে আব্দুল মান্নান খানের সভাপতিত্বে ও বাংলাদেশ ফুটবল উন্নয়ন সমিতির শুভেচ্ছাদূত, ক্রীড়া ধারাভাষ্যকার খান মুহাম্মদ হুসাইনের পরিচালনায় এক এ সভা অনুষ্টিত হয়।
কমিটি গঠন সভায় ১৭ জন সদস্যের উপস্থিতি থেকে আলোচনার ভিত্তিতে সহ-সভাপতি পদে মোঃ করিম উদ্দিন, যুগ্ম সম্পাদক সৈয়দ তারেকুর রহমান, যুগ্ম সম্পাদক সায়েদুর রহমান, দপ্তর সম্পাদক আলী আকবর কে নির্বাচিত করা হয়েছে।
এতে সদস্য মনোনীত হয়েছেন সাইফুর রহমান, জমশেদ উদ্দিন, ফরহাদ খান, ইমরান খান, মইনূল আনোয়ার, অনিমেষ সিংহ, খায়রুজ্জামান (রাজু), মুতালিব বর্খত, মেহেদী হাসান ও সামসুদ্দিন আহমেদ।
নব নির্বাচিত কমিটির দায়িত্বপ্রাপ্তদের অভিনন্দন জানিয়েছেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিনসহ কমলগঞ্জ ক্রীড়াঙ্গনের খেলোয়াড়রা।