ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, শোক র্যালী ও আলোচনা সভা সহ বিভিন্ন অনুষ্টানের মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ৯ টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন।
পরে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ ও সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন শ্রদ্ধা জানান। পরে পুলিশ সুপার, সিভিল সার্জন, প্রেসক্লাব ও সরকারী-বেসরকারী প্রতিষ্টান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এরপর জেলা আওয়ামীলীগ এর আয়োজনে একটি শোক র্যালী শহর প্রদক্ষিন করে। এ শোক র্যালীতে আওয়ামীলীগ এর সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন। এছাড়া দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন দিনব্যাপি নানা কমসূচি গ্রহন করেছে।