ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে অর্ধশত কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘ ৫ মাস যাবত মানবেতর জীবন যাবন করছেন। অনেকেই খেয়ে না খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে দিন অতিবাহিত করছেন। কিন্তু অদ্যবধি সরকারি কিংবা বেসরকারি কোনো সহযোগীতাই পাননি তারা। সর্বশেষ কোনো উপায় না পেয়ে বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে বেসিক ট্রেড স্কিল ডেভলপমেন্ট ফোরাম মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে সরকারি প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করা হয়। সঙ্গে প্রাইভেট টিউশনিও বন্ধ হওয়ায় চরম সংকটে পড়েছেন তারা। শিক্ষক বলে সমাজে একটা ভিন্ন অবস্থান থাকায় কারো কাছে হাতও পাততে পারছেন না, আবার নিজেও চলতে পারছেন না।
সংগঠন সূত্রে জানা যায়, পুরো জেলায় ৪৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ওই প্রতিষ্ঠান সমূহে প্রায় ১ হাজার শিক্ষক-কর্মচারী জীবিকা নির্বাহ করতেন। কিন্তু মার্চ থেকে প্রতিষ্ঠান বন্ধ থাকায় অর্থনীতিক সংকটে পড়েছেন তারা।
সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ সাইফুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন উপদেষ্ঠা মাহবুবুল হাসান, ফোরামের সভাপতি সুমন দেববর্মা, সহ-সভাপতি কাজী মাহফুজুর রহমান, সম্মিলিত নাগরিক ফোরামে সভাপতি এবং চ্যানেল এস এর বার্তা প্রধান খালেদ চৌধুরী ও সদস্য সুজন কান্তি সিংহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গীতা সিনহা, গালিব আতিব চৌধুরী, ইকবাল হোসেন, পলাশ মল্লিক, দেবাশীষ ভট্টাচার্য্য সহ অন্যান্য পরিচালকবৃন্দ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমান যারা প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান অন্যতম। কিন্তু করোনার এই মহামারীতে সরকার কিংবা জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনও সহায়তা দেয়া হয়নি। এই অবস্থায় তারা সহায়তা এবং আর্থিক প্রণোদনা প্রদানের জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি কামনা করেন।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
Post Views:
0