ষ্টাফ রিপোর্টার:
মানবাধিকার সংগঠন জাস্টিস ফোর ভিকটিমস ইউকে এর অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনের তাড়াতাড়ি রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো: জহিরুল ইসলাম। উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি তানভীর আহমেদ ও এসিসট্যান্ট সাংগঠনিক সেক্রেটারি রবিউল ইসলাম।
সংগঠনের অর্গানাইজেশন সেক্রেটারি মাহবুব হাসান মাহফুজ এর পরিচালনায় প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট এর স্পিকার ব্যারিষ্টার সাইফউদ্দিন খালেদ। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর শিবিরের সাবেক সভাপতি শাহরিয়ার আলম শিপার, তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুর রহমান পারভেজ, ব্যারিষ্টার নুরুল হুদা জুনেদ, জাস্টিস ফোর ভিকটিমস ইউকের উপদেষ্টা আবদুল আলী, সিলেট পশ্চিম শিবিরের সাবেক সেক্রেটারি আশিক উদ্দিন, জাস্টিস ফোর ভিকটিমস ইউকে এর মিডিয়া সেক্রেটারি মো: লতিফ আহমেদ, অকাউন্টেন্ট খন্দকার হোসাইন আহমেদ (ইমন) জাস্টিস ফোর ভিক্টিমস ইউকের এসিসট্যান্ট সেক্রেটারি মিনহাজ উদ্দিন খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফাহিম আহমেদ, জাস্টিস ফোর ভিকটিমস ইউকে এর আইন বিষয়ক সম্পাদিকা নাদিয়া ফাতেমা, জাস্টিস ফোর ভিকটিমস ইউকে এর এডুকেশন সেক্রেটারি, মো:আব্দুল হাদি।
আরো বক্তব্য রাখেন সিলেট পলিটেকনিক শিবিরের সাবেক সভাপতি আবদুল্লাহ মো: তাহের, সিলেট সদর শিবিরের সাবেক সাংগঠনিক সম্পাদক ধনস কামরান, বালাগঞ্জ শিবিরের সাবেক সভাপতি মোহাম্মদ তফুর আহমেদ, ফাইট ফোর ইন্টারনাশনাল ইউকে এর ভাইস প্রেসিডেন্ট আবুল মনসুর, ইকুয়াল রাইট ইন্টারনাশনাল ইউকে ভাইস প্রেসিডেন্ট হাসনাত আল হাবিব, মো: আশরাফুজ্জান জুয়েল, অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজেশন সেক্রেটারি মাজেদ আহমেদ উজ্জল, অ্যাসিস্ট্যান্ট স্পোর্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি মো: মুহিবুর রহমান বুলবুল, শাম্মী ইসলাম তপাদার, মো: তাজুল ইসলাম, মো রাহিদ আলী, মুমিনুর রশিদ, আবদুল্লাহ আল ইমরান ও আবদুল্লাহ আল নাহিদ প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, মো: সামিউল আহমেদ (তালহা), ইশরাত জান্নাত (নাজমিন), আলমগীর আজাদ (সুমন), জাহির আহমেদ ও মো: জামিল আহমেদ। মো: আশরাফুল ইসলাম (মজিদ), মো: সাজ্জাদ হোসেন (মাহান), কাজী তারেক, কাজী মোহাম্মদ ইমদাদ, হোসাইন আহমেদ ও জাহান আহমেদ প্রমুখ।
বক্তারা বাংলাদেশের চলমান সংকট ও মানবাধিকার লঙ্গনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।