ষ্টাফ রিপোর্টার:
যথাযথ মর্যাদায় মৌলভীবাজারে মহান শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা সড়কে গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা ও পৌরসভা সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।
শনিবার সকালে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন, সাংবাদিক, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।