স্টাফ রিপোর্টার॥ মাছ উৎপাদন বৃদ্ধি করি-সুখি সমৃদ্ধ দেশ গড়ি এই শ্লোগান নিয়ে নানা কর্মসূচির মধ্যদিয়ে মৌলভীবাজারে মৎস সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে দেশীয় জাতের পোনামাছ অবমুক্ত করা হয়।
২৩ জুলাই বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার পৌরসভা পুকুরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এর সভাপতিত্বে পোনা মাছ অবমুক্ত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে দেশীয় জাতের পোনা মাছ অবমুক্ত করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
৫০ কেজি রুই, কাতলা, মৃগেল প্রজাতির পোনামাছ পৌরসভা পুকুরে অবমুক্ত করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাছের রিকাবদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কাজী লুৎফুল বারী, জেলা মৎস কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক, মৌলভীবাজার সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. সুলতান মাহমুদ।
২১ জুলাই থেকে শুরু হওয়া মৎস সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত, পুকুরের মাটি ও পানি পরীক্ষা করে পরামর্শ প্রদান, মৎস সেক্টরের সাফল্য নিয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। এছাড়াও মৎস আইন বাস্তবায়নে মোবাইল কোট পরিচালনাসহ নানা কর্মসূচি আগামী ২৭ জুলাই পর্যন্ত পালন করবে জেলা মৎস সপ্তাহ উদযাপন কমিটি।
Post Views:
0