ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার জেলা যুবদল নেতা জগলুল হক মতিন চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বৃহস্পতিবার রাতে মারা যান।
গত ২২ জুন ৫নং আখাইলকুড়া ইউনিয়নের বাসিন্দা মৌলভীবাজার জেলা যুবদল নেতা জগলুল হক মতিনের উপর রাতের আঁধারে প্রাণ নাশের চেষ্টায় সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি জেলা ছাত্রদলের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন। তার মৃত্যুতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।
গুরুত্বর আহত যুবদল নেতা জগলুল হক মতিন আর নেই
