ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারকে সবুজের অপরূপ সুন্দর্যে গড়তে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি এবার যুক্ত হলো খেলোয়াড়দের সংগঠন- মাহাদী ইলেভেন। বুধবার মৌলভীবাজারের জেলা স্টেডিয়ামে বিভিন্ন জাতের ফল ও ফুলের গাছ লাগিয়ে এ কার্যক্রম উদ্বোধন করে ক্লাবটি।
এতে অংশ নেন জেলা আওয়ামীলীগ ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সদস্য ও জেলা ক্রিকেট কোচ রাসেল আহমেদ, মাহাদী ইলেভেন-এর যুগ্ন সম্পাদক জাহেদ আহমেদ চৌধুরী, সিপিএম সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন, মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটির সদস্য ও খেলোয়াড় বৃন্দ।
ফুল ও ফলগুলোর মধ্যে ছিলো কৃষ্ণচূড়া, কদম, চেরি, আম, সফেদা ও তুঁতফল ইত্যাদি।
মাহাদী ইলেভেন-এর যুগ্ম সম্পাদক জাহেদ আহমেদ চৌধুরী বলেন- ফুলেল শহরের কার্যক্রমে আমরা পুরো শহরকে ফুলে ফুলে সুশোভিত করতে চাই। তবে অবশ্যই পরিকল্পিতভাবে। পুরো বছর জুড়ে যেন শহরে নানা জাতের ফুল ফুটে, সেজন্য বর্ষজীবি ফুলগাছ লাগাতে চাই। সাথে ফলের গাছও লাগানো হবে। এই গাছ লাগানো কর্মসূচি মাসব্যাপী চলবে।