ষ্টাফ রিপোর্টারঃ
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বুধবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের ঢাকা বাস স্ট্যান্ড এলাকায় জেলা প্রধান কার্যালয়ে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্থ অসহায়, অসুস্থ্য ও মৃত মেকানিক্স পরিবারের মধ্যে চেক বিতরণ করা হয়।
সংগঠনের জেলা সভাপতি মোঃ আব্দুর রব এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, বিভাগীয় শ্রমদপ্তরে উপ-পরিচালক রেজিস্ট্রার মোঃ নাহিদুল ইসলাম ও শ্রম কর্মকর্তা মোঃ মুশাহিদ বখত চৌধুর প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জেলা মেকানিক্স ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে মেকানিক্স শ্রমিকদের মধ্যে চেক বিতরণ
