ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে ক্রমশ বেরেই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার সকালে আসা রিপোর্টে মৌলভীবাজারে ডাক্তার নার্সসহ আরও ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭৮ জন। তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: তৌউহীদ আহমদ।
তিনি আরো জানান, ঢাকা থেকে এই তথ্য জানানো হয়েছে। আরও বেশ কিছু নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ২ জন, কুলাউড়ায় ১২ জন, বড়লেখায় ৪ জন, কমলগঞ্জে ১ জন এবং শ্রীমঙ্গলে ২ জন। আক্রান্তদের মধ্যে নারী পুরুষ উভয়েই রয়েছেন। করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৭ জনের।
মৌলভীবাজারে নতুন করে করোনায় আক্রান্ত ২৬ জন
