ষ্টাফ রিপোর্টারঃ
বাড়তি ভাড়ায় সারা দেশের ন্যায় মৌলভীবাজারেও ছোট-বড় পরিবহন চলাচল শুরু হয়েছে। শুরু থেকেই এজেলার পরিবহন শ্রমিকরা সামাজিক দূরত্বের নিয়ম না মেনেই গাড়ি চালাচ্ছেন। অনেক পরিবহন শ্রমিককে মুখে মাস্কও ব্যবহার করতে দেখা যায়নি। গত ২দিন যাবত স্বাস্থ্য’বিধি মানা হচ্ছেনা বললেই চলে। তারপরেও পরিবহন শ্রমিকরা যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনছেন। এটা যেন মরার উপর খরার ঘায় পরিণত হয়েছে।
সরেজমিন দেখা যায়, রাজনগর উপজেলা থেকে মৌলভীবাজার শহরে প্রবেশ করা সিএনজিতে ২০ টাকার জায়গায় ৪০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। কিন্তু যাত্রী ঠিকই ৫জন নেয়া হচ্ছে। পিছনে ২ জন ও সামনে ১ জন যাত্রী নেয়ার কথা তাকলেও তা মানা হচ্ছে না। এই উপজেলার অন্যান্য রোডেও একই অবস্থা বিরাজ করছে। শ্রীমঙ্গল উপজেলায়ও দিগুণ ভাড়া নেয়া হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, জেলার বড়লেখা, জুড়ী, কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায়ও স্বাস্থ্য বিধি না মেনে পরিবহন চলাচল করছে। এদিকে মৌলভীবাজার পৌর শহরের ভীতরে দিগুন ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কিন্তু যাত্রী কমানো হয়নি। সংশ্লিষ্ট প্রশাসনও এ বিষয়ে উদাসীন।
মৌলভীবাজারের ট্রাফিক ইন্সপেক্টর মহাম্মদ উল্ল্যাহ বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এরকম যারা করছে তাদের বিরুদ্ধে আমরা মামলা দিচ্ছি। সরকারি নির্দেশনা কিংবা স্বাস্থ্য বিধি না মানলে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, সব দায়িত্ব পালন করা তাদের পক্ষে সম্ভব নয়।
মৌলভীবাজারে ভাড়া বাড়লেও সামাজিক দূরত্বের বালাই নেই





















