ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৪ ব্যাচের উদ্যোগে দেড় শতাধিক মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ২ জুন মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের প্রাঙ্গনে এই সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ৭৪ ব্যাচের সমন্বয়ক এটিএন বাংলার স্টাফ রিপোর্টার সৈয়দ মহসিন পারভেজের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি স্টাফ রিপোর্টার এস এম উমেদ আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজ মৌলভীবাজার জেলা প্রতিনিধি পান্না দত্ত, মাছরাঙা টিভি মৌলভীবাজার জেলা প্রতিনিধি ফেরদৌস আহমেদ, মৌলভীবাজার টুয়েন্টিফোর সম্পাদক মাহবুবুর রহমান রাহেল ও ওয়ালটনের ডেপুটি ম্যানেজার মঞ্জুরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, দীপ্ত টিভি প্রতিনিধি বকসি মিছবাহ উর-রহমান, চা কন্যা সম্পাদক পার্থ সারথী পাল, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি সৈয়দ ছায়েদ আহমদ, এনটিভি ক্যামেরাপার্সন মঞ্জু বিজয় চৌধুরী ও বাংলা টিভি প্রতিনিধি আলী হোসেন রাজন প্রমুখ।
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৪ ব্যাচের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ





















