ষ্টাফ রিপোর্টারঃ
২০১৩ সালে প্রতিষ্ঠিত হয় পীর সাজিদ আলী ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকে আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশনটি। বিশেষ করে বিভিন্ন দূর্যোগপূর্ণ সময়ে উপজেলার হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় এই ফাউন্ডেশন।
ইতিমধ্যে পীর সাজিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে কুলাউড়া উপজেলায় ৩ দিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প, বন্যা দূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, অর্থসহ ফ্রি কোরআন বিতরণ, এতিম ও অসহায় মানুষদের নিয়ে ইফতার মাহফিল, ফ্রি ঔষধ বিতরণ ও চিকিৎসা সেবা, কন্যা দায়গ্রস্থ পরিবারের বিয়েতে সহযোগিতা, বসতবাড়ি তৈরিতে সহযোগীতা ও গরীব ছেলে মেয়েদের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ মে থেকে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া শতাধিক অসহায় পরিবারের পাশে মানবিক সহায়তা নগদ অর্থ নিয়ে দাঁড়িয়েছে পীর সাজিদ আলী সিদ্দিকী ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকির সিদ্দিকী জামাল এর সঞ্চালনায় অর্থ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক এমপি অ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান। এছাড়া পৃথক পৃথকভাবে বিভিন্নস্থানে নগদ অর্থ বিতরণে অংশ নেন কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মারুফ আহমেদ, ছাত্র নেতা ইমন আহমদ, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আবির হোসেন সিদ্দিকী নাঈম, আব্দুল্লাহ ও সাইফ হুসেন সিদ্দিকী নিসাত প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান বলেন সকলের সহযোগিতায় কুলাউড়ায় আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টাসহ নানা সমাজ উন্নয়ন মূলক পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনের।
ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রমের পৃষ্ঠপোষকতায় রয়েছেন আলহাজ্ব আবুল হোসেন সিদ্দিকী জায়েদ, আলতাফ হোসেন সিদ্দিকী জমসেদ ও কাতারস্থ কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সহ-সভাপতি আমীর হোসেন সিদ্দিকী জসিম প্রমুখ।
৮ বছর যাবত মানব সেবায় কাজ করছে কুলাউড়ার পীর সাজিদ আলী ফাউন্ডেশন
