ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বি জি ক্লাবের উদ্যোগে করোনা ভাইরাসের সংকটকালীন সময়ে দ্বিতীয় দাফে ৪’শ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। শুক্রবার বিকালে আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
খলিলপুর ইউপি চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু’র সভাপতিত্বে ও ফরহাদ হোসেনর দিপুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আকবর আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালিক তরফদার সুয়েব, জেলা যুবলীগের সভাপতি মোঃ নাহিদ হোসেন ও দৈনিক সমকাল এর মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোঃ নুরুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি আওয়ামীলীগের প্রচার সম্পাদক আব্দুল জলিল ও বিজি ক্লাবের সভাপতি রায়হান খান প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন, উৎপল ভৌমিক।
শেরপুরে বি জি ক্লাবের উদ্যোগে ৪’শ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ
