রাজনগর প্রতিনিধিঃ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবাটি এলাকায় সড়ক দূর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন সুড়িকান্দি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান (৪০) ও বড়লেখা ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষ মাহফুজুর রহমানের স্ত্রী আফরোজা মিশু (৩০)।
মঙ্গলবার ভোর ৬টায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আহত ও নিহতরা জেলার বড়লেখা উপজেলা থেকে মাইক্রোবাসে করে রাজশাহী যাচ্ছিলেন। প্রতিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনা ঘটে। তারা বড়লেখা উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুলে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে বড়লেখায় বসবাস করতেন। ঈদ উপলক্ষে তারা বাড়িতে যাচ্ছিলেন। আহত ও নিহতদের বাড়ি রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান মৃতদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
রাজনগরে সড়ক দূর্ঘটনায় ২ হন নিহত
