ষ্টাফ রিপোর্টার
করোনা ভাইরাস সংক্রামনের কারণে গত ১৬ মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। সরকারের এ সিদ্ধান্তের আলোকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হোস্টেল ত্যাগ করে বাড়িতে চলে যায়। বাসা/বাড়িতে পড়ার নির্দেশ দেয় শিক্ষামন্ত্রণালয়। অনেক প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ক্লাস নেয় কলেজ কর্তৃপক্ষ।
সারা দেশের ন্যায় মৌলভীবাজার সরকারি কলেজও বন্ধ ঘোষণা করা হয়। কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীরা বাড়িতে চলে যান। মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের জন্য ৩টি হোস্টেল রয়েছে এর মধ্যে মেয়ে শিক্ষার্থীদের জন্য ২টি ও ছেলে শিক্ষার্থীদের জন্য ১টি। মেয়েদের ২টির মধ্যে নীলা নাগ হলে ১০০টি ও আবু তালেবুননেছা হলে ১০০টি সিট রয়েছে। ছেলেদের সৈয়দ মুজতবা আলী হলে ৬০টি সীট রয়েছে।
এ দাবিতে বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো: ফজলুল আলী’র বাসভবনে সৌজন্যে সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, কেন্দ্রীয় সংসদের যুগ্ন সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু)।
স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন, “করোনা ভাইরাস (কোভিড-১৯) এই প্রাদুর্ভাবে বিশ্বের সাথে বাংলাদেশের মানুষ ও বিপর্যস্ত এবং সেই ধারাবাহিকতায় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থীরা এবং তাদের পরিবারের সদস্যরা এই মহামারির প্রভাবে চরম অভাব অনটনের মধ্যে দিনাতিপাত করেছে। এমতাবস্থায় কলেজের ছাত্র ও ছাত্রী হোস্টেলের শিক্ষার্থীদের ভাড়া মওকুফের দাবি করেন তিনি। পাশাপাশি দরিদ্র তহবিল থেকে এই সংকটকালীন সময়ে দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
Post Views:
0