কুলাউড়া প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামের যুবকরা রমজান মাসে রোজা রেখে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছে। সোমবার তারা এ কাজ করে। এ মহতি কাছে যুবকরা অনেক প্রশংসিত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজের ছবি প্রকাশ হওয়ার পর অনেকটা ভাইরাল হয়। দেশ-বিদেশের অনেক লোক তাদের প্রশংসা করেন।
সমাজকর্মীরা জানান, বাদে ভুকশিইল গ্রামের নোয়াকোনার রাস্তায় কয়েক জায়গায় ভাঙ্গা ছিল। যার কারনে এলাকার সাধারণ মানুষের চলাফেরা করতে অনেকটা কষ্ট হয়। এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে স্বেচ্ছাশ্রমে আমরা এ উদ্যোগ গ্রহণ করি।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক আবুল ফজল, সিলেটের মেধাবী ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জুয়েল, সিপু, আবু তাহের, মহিবুল, আবু তাহের আশরাফ, খাইরুল ও লিমন প্রমুখ।
ভুকশিমইলে রমজানেও স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত
