ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার আলাপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার বিকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র শকত হোসেন ও কয়েছ মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। দীর্ঘসময় সংঘর্ষের পর পার্শ্ববর্তী মনুমুখ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক সেফুল ও শেরপুর পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতেই পুনরায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতরা হলেন- শিবলু, রাব্বি, আলফু, ইমন, শকত, আক্কাস, সজিব, নাহিদ ও রেদওয়ান।
শনিবার বিকাল পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, করোনা সংকটে এলাকার লোক ঘর বন্দি। যার কারণে অবসর থাকায় প্রতিবেশিদের সাথে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
মৌলভীবাজারে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত
