ষ্টাফ রিপোর্টারঃ
ফ্যাক্টরির ৯০ শতাংশ উৎপাদন বন্ধ। তবুও ১৬০ জন কর্মচারীর ঈদের ২০ দিন আগে বোনাস দিলেন মৌলভীবাজারের মিষ্টি ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্বাদ এন্ড কোং কর্তৃপক্ষ।
অগ্রিম বোনাস পেয়ে উচ্ছ্বসিত কর্মচারীরা। সাজু আহমদ নামে এক কর্মচারী বলেন-এই বিপদের সময় বস (মালিক) আমাদের ভুলেন নি। আমাদের ঈদের বোনাস আগেই পৌঁছে দিয়েছেন। শুধু আমার একার নয়, ১৬০ জনের বোনাস পৌঁছে দিয়েছেন।
সাজু আরও বলেন- ‘প্রতিষ্ঠানের প্রায় ৯০ শতাংশ উৎপাদন বন্ধ। তবুও কর্তৃপক্ষ ঈদ বোনাস দিয়েছেন। আমরা খুব খুশি ও আনন্দিত। মালিকপক্ষের এমন মানবিকতা ও আন্তরিকতায় আমরা সত্যিই আবেগাপ্লুত।
এ ব্যাপারে স্বাদ এন্ড কোং, মৌলভীবাজারের চেয়ারম্যান গিয়াস আহমদ চৌধুরী বলেন, আমাদের ফ্যাক্টরির প্রায় ৯০ শতাংশ উৎপাদন বন্ধ। প্রতিষ্ঠান লোকসানে। তবুও তাদের বোনসটা আগেই দিয়েছি। বেতনও নিয়মিত দিয়ে যাচ্ছি। করোনার এই সংকটকালে যেন তারা পরিবার-পরিজন নিয়ে ঈদটা ভালোভাবে করতে পারে।
Post Views:
0