ষ্টাফ রিপোর্টারঃ
করোনার এই দুর্যোগকালীন সময়ে অসহায় ও মধ্যবিত্তদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু ছাত্র পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাকের আহমদ (অপু)। করোনা শুরুর প্রথম থেকেই তিনি দরিদ্র্য ও অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে নিরবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।
গত ২৪ এপ্রিল ফেসবুক স্ট্যাটাস এর মাধ্যমে মধ্যবিত্তদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা অসহায় অবস্থায় আছেন, অসহায়ত্বের কথা বলতে পারছেন না বা কারো কাছ থেকে লজ্জ্বায় ত্রাণ নিচ্ছেন না, তারা যেন তাকে ম্যাসেজ বা কল দেন। তিনি তাদের সহযোগিতা করবেন কারো কাছে কখনো নাম প্রকাশ করবেন না। এর ফলে নীরবে তার কাছ থেকে অসংখ্য মানুষ সহযোগিতা পেয়েছেন। তিনি কাউকে নগদ টাকা দিয়ে এবং কাউকে বিকাশ এর মাধ্যমে টাকা দিয়ে এবং কারো কারো বাসায় খাবার পৌছেঁ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য যোযোযোগ করা হলে তিনি বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একজন মানুষ হিসেবে মানুষের বিপদে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। সেই দায়িত্ববোধ থেকেই আমি এগিয়ে এসেছি।
উল্লেখ্য, মানবিক এই ছাত্রনেতা ইতিমধ্যে অনেক গরিব অসহায় শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব বহন করে এবং গরিব অসহায় মানুষদের বিভিন্নভাবে সাহায্য ও সহযোগিতা করে যাচ্ছেন।
Post Views:
0