ষ্টাফ রিপোর্টারঃ
ইউকে-বাংলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক অসচ্ছল পরিবারের কাছে রমজানের উপহার সামগ্রী ও নগদ অর্থ পৌঁছে দেয়া হয়। বিভিন্ন স্থানে এসব উপহার সামগ্রী বিতরনে অংশ নেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাব সভাপতি আলহাজ এম এ সালাম ও মৌলভীবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান আহমেদ জাবেদ। ইউকে-বাংলা প্রেসক্লাবের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর সার্বিক দিক নির্দেশনায় সার্বিক কার্যক্রম পরিচালনা করেন ইউকে-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউন এর লন্ডন প্রতিনিধি মুনজের আহমদ চৌধুরী।