ষ্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ডাক বিভাগের সার্বিক সহযোগীতায় সরাসরি ঢাকা থেকে সোমবার বিকালে মৌলভীবাজার সিভিল সার্জন অফিসে করোনা চিকিৎসার জরুরি চিকিৎসা সামগ্রী পৌছানো হয়।
সিভিল সার্জন ডাঃ তওহীদ আহমদ উপস্থিত থেকে মালামাল গ্রহণ করেন। ডাক বিভাগের পক্ষে মালামাল হস্তান্তর করেন মৌলভীবাজার প্রধান ডাকঘর এর সহকরী পোষ্ট মাষ্টার জেনারেল তন্ময় দে চৌধুরী।
চিকিৎসা সমগ্রীর মধ্যে রয়েছে, ১ হাজার পিস পিপিই, ১ হাজার পিস এক্সামিনেশন গ্লোবিস (মিডিয়াম), ১ হাজার পিস এক্সামিনেশন গ্লোবিস (বড়), ২০০ পিস হিক্সিশন ২৫০ এমএল, ১ হাজার পিস শো কভার, ১ হাজার পিস ইপিএসজিজি ও ৫ হাজার কপি লিফলেট পৌঁছানো হয়।
Post Views:
0