স্টাফ রিপোর্টারঃ একই ধরণের মাস্ক মৌলভীবাজারের বিপনীগুলোতে বিক্রি হচ্ছে বিভিন্ন দামে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
শনিবার মৌলভীবাজার শহরের বিলাস ডিপার্টমেন্ট স্টোরে মাস্ক কিনতে যান সৈয়দ হাসান নামের এক যুবক। তিনি ওই দোকান থেকে ১শত ৫০ টাকা দিয়ে মাস্ক ক্রয় করেন। কিন্তু যখন তিনি এমবি ক্লথ স্টোরে যান তখন দেখতে পান মাত্র ৭০টাকায় মাস্ক বিক্রি হচ্ছে। এরপর তিনি এমবি স্টোর থেকে ৭০টাকায় পূর্বের দোকান থেকে কিনা একই ধরণের মাস্ক কিনেন। এনিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।
তিনি জানান, “এমবি ও বিলাস সামনা সামনি একটি দোকান। দুরত্ব মাত্র ১ মিনিট বা এর থেকেও কম কিন্তু এর মধ্যে দামের পার্থক্য হয়ে গেছে ৮০ টাকা। আমি এনিয়ে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করব”।
জানা যায়, একই ধরণের মাস্ক মুনাফার আশায় ব্যবসায়ীরা বিভিন্ন দামে বিক্রি করছেন। কোথায় একটি মাস্কের দাম ৩০ টাকা আবার কোথায় এটি বিক্রি হচ্ছে ১৩০টাকা দামে। একেই তো করোনভাইরাস সংক্রামণ নিয়ে উদ্বিগ্ন মানুষ, আর ব্যবসায়ীদের এমন মনোভাবকে অমানবিকাতাই বলেছেন ভোক্তভোগীরা।
এ বিষয়ে বিলাস ডিপার্টমেন্টাল ষ্টোর এর সত্ত্বধিকারী মোঃ সুহাদ বলেন, এই মাস্কটি ১৪০ টাকা দিয়ে কিনা। যার কারণে বেশি দামে বিক্রি করতে হয়েছে। আমরা অতিরিক্ত দাম নেইনি।
এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক আল আমিন বলেন, “যদি এই ধরণের ঘটনা ঘটে থাকে। আমাদের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব”।
Post Views:
0