স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস প্রতিরোধে মৌলভীবাজারে ১৫১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। উনারা বেশির ভাগই বিদেশ ফেরত, কয়েকজন উনাদের নিকট আত্মীয়ও রয়েছেন। যারা প্রবাসীদের সংস্পর্শে ছিলেন।
সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলায় ১০জন, কুলাউড়ায় ২৪জন, জুড়িতে ১৩জন, বড়লেখায় ১৭জন, শ্রীমঙ্গলে ৪১জন, কমলগঞ্জ ৩৭জন এবং রাজনগর ৯জন, সর্বমোট ১৫১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। যাদের রাখা হয়েছে তারা ইতালি, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যফেরত এবং তাদের নিকট আত্মীয়।
তাদের শরীরে করোনা ভাইরাসজনিত কোনো সমস্যা আছে কিনা তা দেখার জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে। সমস্যা দেখা দিলে পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকা থেকে বিশেষজ্ঞ দল তাদের নমুনা সংগ্রহ করে নিয়ে যাবেন।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তৌহীদ আহমদ বলেন, আমরা মানুষকে সচেতন করতে কাজ করছি। আমরা সংবাদের মাধ্যেম সাধারণ মানুষকে বলতে চাই, কাজ ছাড়া বাইরে বের হবেন না, ভীর এড়িয়ে চলুন। তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার পূর্বপ্রস্তুতি হিসেবে মৌলভীবাজার জেলায় ১১৬টি বেড প্রস্তুত রাখা হয়েছে।
মৌলভীবাজারে হোম কোয়ারেন্টাইনে ১৫১ জন
