স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মঙ্গলবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। নিষেধ করা হয়েছে বড় ধরনের জমায়েত না করার জন্য। এ সবের মধ্যেও মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগরের মাড়কোনায় মঙ্গলবার রাতে ৫০/৬০ হাজার মানুষের উপস্থিতে অনুষ্ঠিত হয়েছে ওয়াজ মাহফিল। আল-ফালাহ ইসলামী যুব সংঘের আয়োজনে এই ওয়াজ মাহফিলে অন্যন্যদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা হুজুর)।
আয়োজন কমিটির সভাপতি কামরুল ইসলাম জানান, করোনার কারণে গন জমায়েতের করা ঠিক না কিন্তু আমাদের এই ওয়াজ মাহফিলের তারিখ এক বছর পূর্ব থেকেই নির্ধারিত ছিল। সব আয়োজন করে শেষ মুহুর্তে আমরা বাদ দিতে পারিনি। তিনি ধারণা করছেন ওয়াজে ৫০ থেকে ৬০ হাজার মানুষের সমাগম ঘটেছে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আয়োজক কমিটি কোন লিখিত অনুমতি নেয়নি। আমরা ধর্মীও আবেগের কথা বিবেচনা করে তাদেরকে সতর্ক করে বলেছিলাম ১ ঘন্টার ভেতরে শেষ করে দিতে। কিন্তু তা হয়নি।
মৌলভীবাজারের সিভিল সার্জন তৌহীদ আহমদ জানান, জরুরী প্রয়োজন ছাড়া কোন জমায়েত করা যাবেনা এবং জমায়েতে ঝুকি আছে।
Post Views:
0