স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদযাপন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) মৌলভীবাজার শাখা। বুধবার সকালে ব্যাংকটির শাখা কার্যালয়ের সামনে মানবন্ধন ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শাখা ম্যানেজার ও সহকারী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আলী ফরহাদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আবু সাঈদ, ডি.এম জগলুল হাসান, প্রিন্সিপাল অফিসার আহমোদুর রশিদ চৌধুরী, মো. মুহিবুল ইসলাম, আব্দুল কাদের কোরেশী, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার সৈয়দ জাহিদ আলী, এক্সিকিউটিভ অফিসার মো. মিজানুর রহমান, মো. আলী আজহার, ফিল্ড অফিসার মো. আমিন আহমেদ, মো. কবির আহমেদ, অফিসার এলহাম উদ্দিন চৌধুরী ও সিনিয়র ফিল্ড সুপারভাইজর লুৎফুল হক রাহি প্রমুখ।
মৌলভীবাজার আল-আরাফাহ ব্যাংকে মুজিববর্ষ উদযাপন
