আবদুল হাই ইদ্রিছী:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রূপষপুর লুৎফিয়া ইসলামিয়া মাদ্রাসার ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২দিন ব্যাপী আবনা সম্মেলন।
২১ ও ২২ ফেব্রুয়ারী ২০২০ মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিতব্য সম্মেলনে মাদ্রাসার মুতামিম মাওলানা আব্দুল হালিম এর সঞ্চালনায় বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডর ভাইস-চেয়ারম্যান শায়খুল হাদীস আল্লামা আব্দুল বারী শায়খে ধর্মপুরী, মাওলানা আইয়্যুব আলী শায়খে মিটিপুরী, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক নির্বাহী কর্মকর্তা জনাব মনির উদ্দিন আহমদ, শায়খুল হাদীস আল্লামা আব্দুল মালিক পশ্চিম রূপষপুরী, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জাহেদুল হক জাহিদ।
সম্মেলন উদ্বোধন করবেন অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীপ হুইপ আলহাজ্ব উপাধ্যক্ষ ড. আব্দুশ শহীদ এমপি। প্রধান অতিখি হিসাবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.), ক্বাদিয়ে উম্মাহ্ আল্লামা সায়্যিদ আসজাদ আল মাদনী ভারত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহা-পরিচালক শায়খুল হাদীস অধ্যাপক আল্লামা যোবায়ের আহমদ চৌধুরী, বিশিষ্ট ইসলামিক স্কালার শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, শায়খুল হাদীস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা, উস্তাজুল উলামা শায়খুল হাদীস আল্লামা জয়নুল আবেদীন চৌধুরী, শায়খুল হাদীস আল্লামা আব্দুস সালাম জুড়ী। এছাড়াও বরেণ্য উলামা-মাশায়েখগন উপস্থিত থাকবেন।
আমন্ত্রিত মেহমান হিসাবে উপস্থিত থাকবেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, বি. আর. ডি. বি কমলগঞ্জের সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহমদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তওফিক আহমদ বাবু প্রমুখ।
Post Views:
0