ষ্টাফ রিপোর্টারঃ
বিডি ক্লিন মৌলভীবাজারে উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস এন্ড গ্রীন ক্যাম্পাস’ প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।
বিডি ক্লিন মৌলভীবাজার জেলা সমন্বয়ক তাকবীর হোসাইনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, পৌর মেয়র মো: ফজলুর রহমান, সহকারী জেলা শিক্ষা অফিসার মাঈনুল হক, লেখক ও ব্যাংকার এডভোকেট আবু তাহের, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুব, জেলা সাংবাদিক ফোরামের সভাপতি বকসি ইকবাল আহমদ, জেলা পরিষদের সদস্য সৈয়দা জেরিন আক্তার, সাস্কৃতিক ব্যক্তিত্ব এ এইচ এম সাহাবুদ্দিন আহমদ, জেলা স্কাউট মিশনার সেলিনা বেগম, শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, বিডি ক্লিনের সিলেট বিভাগের বিভাগীয় সমন্বয়ক জুবায়ের সাইফুল্লাহ ও সংবাদকর্মী চৌধুরী মো: মেরাজ প্রমুখ।
২০১৯ সালে জেলা ব্যাপি ২০ টি ক্যাম্পাসের অংশগ্রহনে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে ল্যাপটপ, ক্রেস্ট, বাংলা ও ইংরেজি অভিধান, কারাগারের রোজনামচা, বঙ্গবন্ধুর নয়াচীন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জীবণ ও রাজনীতি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও বঙ্গবন্ধুর উদ্বৃতি সমগ্রী প্রদান করা হয়। এ সময় ১১’শ শিক্ষার্থী ও বিডি ক্লিন মৌলভীবাজার টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিযোগীতায় প্রথম স্থান অর্জন করে সদর উপজেলার আজমনি বহুপাক্ষিক উচ্চ বিদ্যালয়, ২য় স্থান ওয়াহেদ সিদ্দেক উচ্চ বিদ্যালয় ও তৃতীয় স্থানে রয়েছে পৌর শহরের এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুল। এসময় এডুকেয়ার ইন্টারন্যাশনাল স্কুলের পক্ষে পুরুস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোঃমুফিদুল ইসলাম, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
Post Views:
0