ষ্টাফ রিপোর্টারঃ ওমানে সড়ক দুর্ঘটনায় মৌলভীবাজার জেলার ৩ জন প্রবাসী নিহত হয়েছেন। নিহতের মধ্যে রোববার বিকালে দেশটির রাজধানী মাস্কাট থেকে কাজ সেরে বাই সাইকেলে করে বাসায় ফেরার পথে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে আদম জেলার জুবার এলাকায় সালালাহ মহাসড়কে দুর্ঘটনায় নিহত হন তারা। নিহতরা হলেন, কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের লিয়াকত আলী (৩৫), শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের সবুর আলী (৩৩) ও কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলীয়া বাজারের টিলালাইন এলাকার আলম আহমদ (৩৫)। খবর শোনার পর নিহতদের পরিবারে মাতম চলছে। জানা যায়, ওই মহাসড়ক দিয়ে কর্মস্থল থেকে একযোগে সাইকেলযোগে বাসায় ফিরছিলেন স্থানীয় একটি কোম্পানিতে চাকরিরত ৭/৮ জনের বাংলাদেশী কর্মীর দল। তখন পিছন থেকে দ্রুতগামী একটি গাড়ি তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। পরে রয়েল ওমান পুলিশ এসে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত একজন নিযুয়া হাসপাতালে ভর্তি আছেন। তার বাড়ি চট্টগ্রামের রাউজানে বলে জানা গেছে। তবে প্রাথমিক খবরে বলা হচ্ছে, মহাসড়কে সাইকেল চালিয়ে যাওয়ার সময় বাংলাদেশী কর্মীরা ওমানি গাড়ি চালকের হর্ন শুনতে পারেননি এবং নিয়ন্ত্রণ হারান গাড়িচালক। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ নিযুয়া হাসপাতাল এবং বাকী দুজনের মরদেহ আদম হাসপাতালের মর্গে আছে।প্রবাসীদের মাধ্যমে মৃত্যু খবর ছড়িয়ে পড়লে নিহত তিনজনের গ্রামের বাড়িতে শুরু হয় শোকের মাতম। নিহদের স্বজন ও এলাকাবাসীর জোর দাবি নিহত তিনজনের লাশ যাতে তাড়াতাড়ি দেশে ফিরে সরকারের সংশ্লিষ্ট বিভাগ যেন দ্রুত পদক্ষেপ গ্রহন করেন।
Post Views:
0