ষ্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে ইনফিনিটি মেধা বৃত্তির পুরস্কার ও এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা সম্পন্ন হয়েছে। ইনফিনিটি ম্যাথ সেন্টার ও তালিমুল কোরআনের যৌথ উদ্যোগে ইনফিনিটি মেধা বৃত্তি-১৯ এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ম্যাথ সেন্টারের এসএসসি ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকালে ইনফিনিটি ম্যাথ সেন্টার হলরুম ম্যাথ সেন্টারের পরিচালক আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মেধা বৃত্তি পরীক্ষায় বিজয়ী, মডেল টেস্ট পরীক্ষায় বিজয়ী ও এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের মধ্যে ব্যাংক চেক, ব্যাগ, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মোঃ রফি উদ্দিন, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, জগৎসী জি কে এম সাইফুর রহমান কলেজের প্রভাষক মাওলানা মোক্তাদির হোসাইন সিদ্দিকী, মৌলভীবাজার ট্রাষ্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক ফরিদ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী জুনায়েদ আহমদ খান, তা’লীমুল কোরআন কেন্দ্র মৌলভীবাজারের পরিচালক মাওলানা দিলশাদ আহমদ খান
এছাড়াও অনুষ্ঠানে অভিভাবক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে ইনফিনিটি মেধা বৃত্তি’র পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা
