স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সিলেট বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার পৌর শহরের সৈয়দ আশরাফ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা’র আয়োজন করা হয়। আলোচানা সভা শেষে রাজনগর চা বাগান বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক’কে সভাপতি, হরিপুর রেজিঃ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান মিয়া’কে সাধারণ সম্পাদক ও মোঃ সাদ্দাম হোসেন’কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
প্রফুল্ল চন্দ্র দেব এর সভাপতিত্বে ও জাহের হুসেন এর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্ঠা ও দৈনিক জরুরী সংবাদের সম্পাদক ও প্রকাশক মোঃ হুমায়ূন কবীর পন্ডিত, উপদেষ্ঠা শেখ শামীম কামাল (শেখ লাবু), শফিকুল ইসলাম দুলাল, মোঃ শাহ আলম, কেন্দ্রীয় সভাপতি বদরুল আমিন সরকার (ফরহাদ), মহাসচিব মোঃ কামাল হোসেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুল আলম, যুগ্ম মহা সচিব মোঃ সাইফুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদীকা নূর জাহান খানম, মোঃ বোরহান উদ্দিন, মোঃ মহসিন উদ্দিন, মোঃ আব্দুল বাছির, মোঃ তোবাশ্বির চৌধুরী ও চন্দন কুমার পাশী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আগামী ১ সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির করার জন্য নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নির্দেশ দেন।
Post Views:
0