স্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ পূর্তি উপলক্ষে আদর্শ স্পোটিং ক্লাবের আয়োজনে বঙ্গবন্ধু দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন কাশীনাথ আলাউদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ টুর্নামেন্টের উদ্বোধন করেন। জেলা আওয়ামলীগ ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র মো. ফজলুর রহমান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমন, ব্র্যাক ব্যাংক মৌলভীবাজারের শাখা ব্যবস্থাপক সাইফুল ইসলাম, আদর্শ স্পোটিং ক্লাবের উপদেষ্টা মাজহারুল আলম দ্বীপ ও তাজুল ইসলাম। টুর্নামেন্টের স্পন্সর করে আল-বারাকা ট্রেডিং, আল-বারাকা লাইব্রেরী, ব্র্যাক ব্যাংক, সিলভী ক্লথ এন্ড বেডিং ষ্টোর, আল-বারাকা ফ্যাশন হাউজ, আল-বারাকা হিজামা সেন্টার ও আল-বারাকা রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ স্পোটিং ক্লাবের সকল সদস্য ও বিভিন্ন ক্লাবের সদস্য বৃন্দ।
Post Views:
0