ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার পৌর শহরের হোয়াইট পার্ল স্কুল এন্ড কলেজের উদ্যোগে সোমবার দুপুরে লন্ডন থেকে আগত শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়।
প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন এর সভাপতিত্বে ও শাহিন সুলতানা হক পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, লন্ডন কার্ডিফ শহরের সাবেক মেয়র আলী আহমেদ, লন্ডনের শিক্ষক রিবিচা মরি, ছিমন পিলিপস, মিস্টার লিউজ ফিটগ্রেল্ট, মাইকেল কবার্ণ হাইজ, নিক্কি বিচ, ক্রিস্টিনা রয়, কারেন্ট টক, মিলিসা এভেনস, লেয়ার মেরিডিট ও শফিক মোহাম্মদ প্রমুখ।
এসময় বাংলাদেশের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে আসা ৯ জন ব্রিটিশ শিক্ষকের হাতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেস্ট তোলে দেয়া হয়। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অতিথিদের সামনে দেশীয় নৃত্য প্রদর্শন করেন। একদল শিল্পী গান পরিবেশন করেন।