ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে স্বজন সহ সর্বস্ব হারানো হিন্দু পরিবারকে আর্থিক সহযোগিতা করে চমক সৃষ্টি করেছে মৌলভীবাজার জেলা জামায়াতে ইসলামি। জেলা জামাতের আমির আব্দুল মান্নান গত রোববার ক্ষতিগ্রস্ত পরিবারের জীবিত সদস্য মনারায়ের নিকট একলক্ষ ত্রিশ হাজার টাকা নগদ হস্তান্তর করেন। এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আব্দুল মান্নান বলেন একটি ক্ষতিগ্রস্ত পরিবারকে মানবিক দৃষ্টিকোন থেকে সংগঠনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে,যাতে বিপদ মোকাবেলায় তারা সক্ষম হতে পারে। ক্ষতিগ্রস্ত পরিবারকে একলক্ষ টাকা করে সহযোগিতা প্রদান করেছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক,জেলা পরিষদ চেয়াম্যান এবং বন ও পরিবেষ মন্ত্রি মোঃ শাহাবুদ্দিন। এছারাও সিরাজগঞ্জের জৈনক সংসদ সদস্য প্রদত্ত এক লক্ষ টাকার চেক হস্তান্তর করেছেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ। সংরক্ষিত মহিলা আসনের এমপি সৈয়দা জহুরা আলাউদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারকে পচিশ হাজার টাকা প্রদান করেছেন। উল্লেখ্য গত ২৮ জানুয়ারি তারিখে সংগঠিত ভয়াবহ অগ্নিকান্ডে শহরের পশ্চিম বাজারস্থ পিংকি ষ্টোর সম্পূর্ণ পুড়ে যাওয়ার সাথে সাথে একই পরিবারের তিন জন সহ দুই আত্মীয় মারা যান।
Post Views:
0