মুস্তাকিন মিয়াঃ মাঘ মাসের শেষের দিকে এসে তীব্র শীতে গত কয়েদিনে চরম দূর্ভোগে পড়েছে দেশের গ্রামাঞ্চলের নি¤œ আয়ের মানুষ। অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে মৌলভীবাজার সদর উপজেলার প্রাচীণ সামাজিক সংগঠন জগন্নাথপুর সমাজ কল্যাণ সংস্থা।
শনিবার ১ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকায় শ্রীমঙ্গল রোডস্থ জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে আরাফাত মার্কেটে সংস্থার অস্থায়ী কার্যালয়ের সামনে শীতের সকালে সংগঠনটির পক্ষ থেকে ৬০ জন বিভিন্ন বয়সী নারী-পুরুষ ও বৃদ্ধাদের মধ্যে দেশী ও প্রবাসীদের অর্থায়নে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
সংস্থার সভাপতি মোঃ আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দাল হোসাইনের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংস্থার সাবেক সভাপতি ও জগন্নাথপুর শাহী ঈদগাহ এর খতিব মাওলানা ফখরুল ইসলাম, সাবেক সভাপতি মাওঃ জহির হোসাইন, সহ-সভাপতি সোহরাব মিয়া, সহ-সম্পাদক শাহ হেলাল, বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনটির কোষাধ্যক্ষ আরাফাত আলী, সহ কোষাধ্যক্ষ মাজহারুল ইসলাম মনসুর, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, ও সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাও: হোসাইন আহমদ, সহ- শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুস্তাকিন মিয়া প্রমুখ।
এসময় সভাপতি তার বক্তব্যে বলেন, আমাদের সংস্থা প্রতিষ্ঠার পর থেকেই এলাকার যুব সমাজকে সাথে নিয়ে গ্রামের সামগ্রীক উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি বলেন, সংগঠনের প্রত্যেক সদস্যই সামাজিক উন্নয়ন ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে। প্রবাসে থেকেও সংগঠনটির অন্যতম কর্ণধার এনামুল হক এনাম কম্বল বিতরণসহ এলাকার গরিব অসহায়দের সাহায্যার্থে বিভিন্ন সহযোগিতাসহ নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন যা আমাদের কার্যক্রমকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে প্রেরণা যোগাবে।
Post Views:
0