স্টাফ রিপোর্টারঃ যুগান্তর স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দৈনিক যুগান্তর এর ২০তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
স্বজন সমাবেশের জেলা সভাপতি প্রভাষক জসিম উদ্দিন এর পরিচালানায় ও দৈনিক যুগান্তর মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর পরিচালানায় এসময় বক্তব্য রাখেন, মৌলভীবাজার-হবিগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার মোঃ ফারুক আহমদ, মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ ড. ফজলুল আলী, প্রেসক্লাস সাধারণ সম্পাদক ছালেহ এলাহী কুটি, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন আহমদ, দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, মৌলভীবাজার প্রতিদিনের সম্পাদক সরওয়ার আহমদ, লন্ডন প্রবাসী সাংবাদিক সৈয়দ রুহুল আমিন ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপু প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি আব্দুল হামিদ মাহবুুব, এডভোকেট মুজিবুর রহমান মুজিব, প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসিন পারভেজ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক রাদাপদ দেব সজল, প্রথম আলো’র জেলা প্রতিনিধি আকমল হোসেন নিপু, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি বকসি মিছবাহুর রহমান, আনোয়ারুল ইসলাম জাবেদ, নুরুল ইসলাম শেফুল, চ্যানেল টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এম এ হামিদ, মাছরাঙ্গা জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস দুলাল, এশিয়া টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, যমুনা টিভির জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি সৈয়দ বয়তুল আলী, জুলফিকার আলী ভুট্টু, সামাজিক সংগঠক খালেদ চৌধুরী, এম মুহিবুর রহমান মুহিব ও এডভোকেট সৈয়দ নেপুর আলী প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, রাজনীতিবীদ, ব্যবসায়ী, শিক্ষক ও জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোক উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
