ষ্টাফ রিপোর্টারঃ
অগ্নিকান্ডে ৫ জন নিহত হওয়াটা খুবই দুঃখজনক। এই রকম ঘটনা রুখতে মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে।
ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা হয়েছে জানিয়ে তিনি বলেন, সংশ্লিষ্ট মন্ত্রনালয়েও আমি ব্যক্তি উদ্যোগে যোগাযোগ করেছি। নিহত পরিবারকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজারে অগ্নিকান্ডে নিহত ব্যক্তিদের পরিবারের খোঁজ খবর নিতে এসে পরিবশে, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন উপরের মন্তব্য করেন।
এ সময় তিনি আরো বলেন, এই পরিবারটি শহিদ পরিবার। কিন্তু তারা স্বীকৃতি পায়নি। স্বীকৃতির ব্যাপারে আলোচনা করা হবে উচ্চপর্যায়ে।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
পরে মন্ত্রী স্থানীয় পত্রিকা দৈনিক মৌমাছির কন্ঠের প্রতিষ্টা বার্ষিকিতে অংশগ্রহণ করেন। এসময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। পরিবেশ দূষণ করে এমন ইটভাটা বন্ধ করা হবে। ইতিমধ্যে দেশের বিভিন্ন জায়গায় বন্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।
দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মকিস মনসুর এর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র ফজলুর রহমান, এম এ রহিম (সিআইপি), এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সৈয়দ নৌওশর আলী খোকন, মৌমাছি সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
অনুষ্ঠানে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মী, ব্যবসায়ী, সুধী ও শুভাকাঙ্খীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসকে আধুনিক যন্ত্রপাতি দেয়া হবে
