স্টাফ রিপোর্টারঃ প্রস্তাবিত মৌলভীবাজার মেডিক্যাল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের ব্যাপারে সরকারি পদক্ষেপ গ্রহণ বিলম্বিত হলে চলিত বৎসরের সেপ্টেম্বর থেকে নিয়মতান্ত্রিক আন্দোলনের পথ বেছে নেয়ার ঘোষনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় মৌলভীবাজার রোডস্থ রেষ্ট ইন হোটেলে সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ আয়োজিত এক সেমিনার থেকে এই আল্টিমেটাম দেওয়া হয়েছে।
যক্তগণ বলেন- সিলেট বিভাগে রাজস্বের নিরিখে মৌলভীবাজার জেলার অবস্থান শীর্ষ পর্য্যায়ের হলেও সরকারি বরাদ্দ এবং উন্নয়ন কর্মকান্ডের ক্ষেত্রে জেলাটি বৈষম্যের শিকার। নিকটবর্তী দুই জেলাতে মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা নেওয়া হলেও মৌলভীবাজার রয়ে গেছে পর্দার আড়ালে। সড়ক ও জনপথ, এল.জি.ই.ডি, গণফুর্ত এবং ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টসহ অন্যান্য বিভাগের বার্ষিক বরাদ্দ আসছে তুলনামূলক ভাবে কম। জেলাতে প্রস্তাবিত আরেকটি উপজেলা বাস্তবায়নও রয়েছে ঝুলন্ত অবস্থায়। দেশের বিভিন্ন অংশে নতুন এয়ারপোর্ট স্থাপনের প্রকল্প গ্রহণ হলেও ব্রিটিশ আসলে প্রতিষ্ঠিত সমশেরনগর এয়ারপোর্টটি নতুন করে চালু হচ্ছেনা।সার্বিক দিক থেকে দেশ এগিয়ে গেলেও এই জেলাতে যেনো রয়েছে পিছুটান। এক বক্তা বলেন- সরকারি বরাদ্দ নিশ্চিত করার জন্য তদবির এবং দেনদরবার করতে হয়। এখানকার বাস্তবতা হচ্ছে- “নিজেরে নিয়ে ব্যাকুল থাকা”। তাই বরাদ্দ নিশ্চিত হবে কিভাবে? এব্যাপারে সম্মিলিত উদ্যোগ এবং যথাযথ নেতৃত্ব প্রদানের প্রতি গুরুত্বারোপ করা হয়। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব খালেদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান। প্রবাসী নেতৃবর্গের মধ্যে বক্তব্য প্রদান করেন মকিস মনসুর আহমদ, রুহুল আমীন, রুহেল আব্দুল মালিক ও স্থানীয়দের মধ্যে ডা: জিল্লুল হক, ছাদিক আহমদ, বকশী ইকবাল আহমদ, সরওয়ার আহমদ ও মুহিবুর রহমান প্রমুখ।