স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজারে আলহাজ্ব কাপ্তান মিয়া ট্রাষ্টের সহযোগীতায় ও অফিসবাজার সমাজকল্যাণ তহবিলের উদ্যাগে মঙ্গলবার দুপুরে মাড়কোনা মহালদার বাড়ীতে দিন ব্যাপি বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
চক্ষু শিবিরে প্রায় ৬শতাধিক গরীব ও অসহায় লোকজনদের মধ্যে ছানী পড়া রোগীদের ফ্রি ল্যান্স সংযোজন, নতুন ও পুরাতন রোগীদের ফ্রি চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়।
চক্ষু শিবির পরিচালনা কমিঠির সভাপতি সৈয়দ মহসীন আলী‘র সভাপতিত্বে সার্বিক চিকিৎসা প্রদানে ছিলেন- মৌলভীবাজার বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের ডাঃ কাজী হাফিজুর রহমান, ডাঃ শুকুর মুহাম্মদ ও ডাঃ মোঃ আব্দুল মান্নান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশিস্ট সমাজসেবক, ডাঃ ছাদিক আহমদ, এমরান শামীম, মোঃ আজাদ মিয়া, মোঃ আব্দুল মোহিত, মঈনুল হক ও রুহুল আমিন।