ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে জাতীয়বাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালী ও সমাবেশে পুলিশি বাঁধা পন্ড হয়েছে। রোববার জেলা ছাত্রদলের উদ্যোগে দুপুরে শহরের হিলালপুর উচ্চ বিদ্যালয়ের সামন থেকে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্রদল নেতাকর্মীরা প্লে কার্ড, ব্যানার ও রং বেরংয়ের ফেস্টুন নিয়ে মিছিল বের করলে জুগিডর এলাকায় পৌঁছামাত্রই পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে। সেখান থেকে র্যালী নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পর পুলিশ বাঁধা দিয়ে মিছিলটি বন্ধ করে দেয় এবং শতাধিক পুলিশ বেষ্টনি দিয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখে।
এসময় পুলিশি বাধাঁর প্রতিবাদে তারা তাৎক্ষণিক পথসভা করে। জেলা ছাত্রদলের সভাপতি মো: রুবেল মিয়া ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিষ্ঠাবাষির্কীর র্যালি ও সমাবেশ করতে চেয়েছিলাম। ব্যতিক্রমী নানা বর্ণাঢ্য আয়োজনও ছিল। কিন্তু পুলিশী বাধাঁয় তা করতে পারিনি।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের পরিচালনায় পথ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ুন, সহ-সভাপতি আলহাজ এম এ মুকিত, আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহ উর-রহমান ও দপ্তর সম্পাদক মো: ফখরুল ইসলাম।
মিছিলে ছাত্রদলের জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার হাজার হাজার নেতাকর্মী যোগদান করেন।
মৌলভীবাজারে পুলিশি বাঁধায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পন্ড





















