স্টাফ রিপোর্টারঃ জমি আছে ঘর নেই, এই প্রেক্ষাপটে আশ্রয়ন প্রকল্প -২ এর অনুকূলে রাজনগর উপজেলাতে ৮৯ টি প্রকল্প বাস্তবায়ন নিয়ে চলছে টালবাহানা। জানাগেছে একলক্ষ টাকার বরাদ্দ নিশ্চিত করে উপজেলার ৮টি ইউনিয়নে ৮৯টি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে উপজেলা প্রশাসনের উদ্যোগে। প্রকল্প বাস্তবায়নের জন্য কোন ঠিকাদার নিয়োগের বিধান না থাকায় সরাসরি টি.এন.ও এর তত্ত্বাবধানে গৃহনির্মাণ চলছে। ঘরের ভিট নির্মাণের জন্য সরাসরি বরাদ্দ থাকলেও, গৃহমালিককে নিজ অর্থব্যায়ে ভিট তৈরী করে দিতে হচ্ছে। অভিযোগ উঠেছে গৃহ নির্মাণের ক্ষেত্রে নি¤œমানের ইট এবং দরজা জানালা তৈরী করা হচ্ছে কাটের টুকরা ও টিন দিয়ে। কোথাও কোথাও নির্মিত ঘরের দেয়াল ফেঁটে যাচ্ছে ঘর তৈরীর ২/৩ মাসের মাথায়।
আশ্রয়ণ প্রকল্প-২ নিয়ে নয় ছয়!
