ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আদিল মোত্তাকিম এর সভাপতিত্বে এবং রাজনগর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা অফিসার সুয়েব হোসেন চৌধুরী, সমাজকর্মী আজমল আহমদ চৌধুরী ও এনজিও প্রতিনিধি রিংকু দাশ প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
Post Views:
0