ষ্টাফ রিপোর্টারঃ
যক্ষ্মা রোগ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে শনিবার বিকালে শহরের রেষ্টইন হোটেলে জেলা বারের আইনজীবিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা সভাপতি রেজা আহমদ বেনজির এর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাটাবের জেলা সাধারণ সম্পাদক ও গবেষক এডভোকেট মোঃ আবু তাহের।
সংগঠনের যুগ্ন সম্পাদক সৈয়দ শাহিন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা, মৌলভীবাজার সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডাঃ দীনেশ সূত্র ধর, মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ সাদেকুল আলম, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সৈয়দ তোফাজ্জল হোসেন, এডভোকেট আব্দুল খালিক ও চৌধুরী মোহাম্মদ মেরাজ প্রমুখ।
মৌলভীবাজারে আইনজীবিদের সাথে নাটাবের মতবিনিময়
