ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোঃ ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিকা দে, অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট তানিয়া সুলতানা, সিভিল সার্জন ডাঃ শাহজাহান কবির চৌধুরী, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজমল হোসেন ও জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার জামাল উদ্দিন প্রমুখ।
এতে জেলার মুক্তিযোদ্ধা সংগঠন, আওয়ামীলীগ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Post Views:
0